সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

৯৭ বছরে নির্বাচনে লড়তে চান মাহাথির মোহাম্মদ

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১১ ১১ ০২  

৯৭-বছরে-নির্বাচনে-লড়তে-চান মাহাথির-মোহাম্মদ

৯৭-বছরে-নির্বাচনে-লড়তে-চান মাহাথির-মোহাম্মদ

আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে ঘোষণাটি ৯৭ বছর বয়সী অভিজ্ঞ, দক্ষ ও ঝানু এ রাজনীতিবিদ।

মাহাথির বলেন, মালয়েশিয়ায় ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) বিরোধী বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছি।

বিজয়ী হলে ফের প্রধানমন্ত্রী হবেন কিনা— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মাহাথির বলেন, এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এ প্রশ্ন তখনই প্রাসঙ্গিক হবে যখন নির্বাচনে আমাদের জোট জিতবে।

সরকারি তহবিল ওয়ান এমডিবি তছরুপসহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির ঘটনায় টালমাটাল মালয়েশিয়ান সরকার। এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে গত সোমবারই ভেঙে দেওয়া হয়েছে মালেশিয়ার পার্লামেন্ট।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর